× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

বিয়ানীবাজার সমিতির নববর্ষ, ঈদ পুর্নমিলনী ও পিঠা উৎসব

রুদ্র মাসুদ-

২৪ এপ্রিল ২০২৪ ০৯:২১ এএম । আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ০৫:০৪ এএম

শেকড়ের টানে মিলিত হই পরস্পরে- এমন আহবানে বাংলা নববর্ষ, ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব উদযাপন করেছে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির ইউএসএ ইনক্। সোমবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ওজনপার্কের মম’স পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বিয়ানীবাজারবাসী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রতিযোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্যারাম প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পিঠা উৎসবে বাংলাদেশের বিশেষত সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী নানান ধরণের পিঠা আগত অতিথিসহ উপস্থিত সবার নজরকাড়ে। অতিথিদের মাঝে পিঠা পরিবেশন করেন স্টলগুলো। উৎসবে সর্বমোট ১০টি স্টল অংশগ্রহণ করেন। 

ক্যারাম প্রতিযোগীতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করেন। এতে চ্যাম্পিয়ন হয় ওজনপার্ক টাইগার এবং রানার্সআপ হয় ওজনপার্ক ফ্রেন্ডস্ ক্লাব। তৃতীয় স্থান অধিকার করে কামরুল এন্ড লিটল ব্রাদার। চ্যাম্পিয়ন দলকে ট্রফি এবং প্রাইজমানি হিসাবে এক হাজার ডলার প্রদান করা হয়। রানার্সআপ দলকে ট্রপি এবং ৫’শ ডলার প্রাইজমানি প্রদান করা হয়। তৃতীয় স্থান অধিকারীদল ট্রপি লাভ করেন।

ক্যারাম প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে ও পিঠা উৎসবে অংশগ্রহণকারীদের মাছে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। 

সমিতির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল আলম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া। পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আজমল হোসেন কুনু। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বোরহান, মুকবুল হোসেন চুনই, মাসুদল হক ছানু, মোস্তফা কামাল, বাংলাদেশ সোসাইটির ক্রীড়া সম্পাদক মাইনুল উদ্দিন মাহবুব, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, জালালাবাদ এসোশিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম।

উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম, গহর কিনু চৌধুরী, হারুন মিয়া, ফখরুল ইসলাম বেলাল, সহ-সভাপতি  মহিবুর রহমান রুহুল, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান দুখু, দপ্তর সম্পাদক সামছুল আলম শিবলু, মহিলা বিষয়ক সম্পাদিকা হাফছা ফেরদৌস হেলেন, প্রচার সম্পাদক আবু রাসেল, ক্রীড়া সম্পাদক জামিল আহেম্মদ জাফরুল, সাংস্কৃতিক সম্পাদক সিদ্দিক আহম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া প্রধান অতিথির বক্তৃতায় নিজেদের মধ্যে পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে বিয়ানীবাজার সমিতির এমন আয়োজনের প্রসংশা করেন। একইসাথে কমিউনিটিতে নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.