× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

বাংলাদেশী আমেরিকান সাংবাদিক এসোসিয়েশনের অভিষেক

নিজস্ব প্রতিনিধি-

০৭ নভেম্বর ২০২৩ ০৯:০৮ এএম

অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রবীন সাংবাদিক টাইম টিভির সিইও আবু তাহের।

নবগঠিত বাংলাদেশী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশী-আমেরিকান সাংবাদিক এসোসিয়েশনের (বাসা) কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ডে কোম্পানীগঞ্জ সমিতি ভবনে অভিষেক অনুষ্ঠানে সাংবাদিক, কমিউনিটি এক্টিভিষ্ট ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাসা’র সভাপতি শহীদ উল্লাহ কাইছারের সভাপতিত্বে এবং অধ্যাপক সৈয়দ আজাদের পরিচালনায় অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের নাম ঘোষণা করেন প্রবীন সাংবাদিক টাইম টিভির সিইও আবু তাহের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি এক্টিভিষ্ট বাংলাদেশ সোসাইটির সাবেক সেক্রেটারি ফখরুল আলম। 

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি ও ট্রার্ষ্টি বোর্ড সদস্য কাজী আজহারুল হক। গেস্ট অব অনার ছিলেন চট্রগ্রাম সমিতি নিউইয়র্ক’র সাবেক সভাপতি কাজী আযম। বিশেষ অতিথি ছিলেনবিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক জনাব সাইয়েদ তারেক, বাংলাদেশ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লুৎফুর করিম, মার্চেন্ট এসোসিয়েশনের সেক্রেটারি আনোয়ার হোসেন, চার্চ মেকডোনাল্ড বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুর রব চৌধুরী ও সেক্রেটারী রফিকুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবিব ,প্রোহোমকেয়ার এর প্রেসিডেন্ট টিডিএস ইন্সুরেন্স এর পরিচালক মামুনুর রশিদ,বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রসুল জামসেদ,বিশিষ্ট রাজনিতীবিদ সালেহ আহাম্মদ মানিক, রাজনিতিবীদ ও সমাজসেবক জাহাংগীর সহরোয়ার্দী, প্রবীন রাজনীতিবিদ রহমত উল্লাহ, সমাজসেবক আহছান উল্লাহ বাচ্ছু ,মাওলানা সৈয়দ মঈনুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং নীতি নৈতিকতাকে মেনে চলে নবগঠিত কমিটিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বিশিষ্ট আলেম জনাব গোলাম রসুল সোহেল,।

নবগঠিত বাংলাদেশী আমেরিকান সাংবাদিক এসোসিয়েশনের  কর্মকর্তারা হলেন প্রধান উপদেষ্টা আবু তাহের সিইও টাইম টিভি, সাইয়েদ তারেক সাংবাদিক ,লেখক ও রাজনৈতিক বিশ্লেষক, সোহেল মাহমুদ সম্পাদক প্রবাসী টিভি।

সভাপতি শহীদ উল্লাহ কাইছার (বাংলাদেশ প্রতিদিন) , সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক সাইয়েদ আজাদ (গনকন্ঠ যুক্তরাষ্ট্র প্রতিনিধি), সহ-সভাপতি জনাব প্রিন্সিপাল এম এ হোসেন (সম্পাদক সুচিতা), সহ-সভাপতি জনাব নাঈম উদ্দীন (সেক্রেটারি লেখক ফোরাম নিউইয়র্ক ), সাধারন সম্পাদক আম্বিয়া বেগম (গনকন্ঠ), যুগ্ম সম্পাদক মুহাম্মদ মুজিব (সম্পাদক দ্বীপ টিভি) সাংগঠনিক সম্পাদক ওয়ালিদ খান, কোষাধক্ষ জসিম উদ্দীন (ইনকিলাব ), প্রচার সম্পাদক তারেক হোসেন। সদস্য জনাব জাকারিয়া ভুইয়া (বাংলা পত্রিকা), সদস্য মাহফুজুর রহমান হেলাল(আমার দেশ)সদস্য আবু সায়েম (আজকের কাগজ)।

Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.