× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

সভাপতি পদে মান্নান, সেক্রেটারি পদে অপু বিজয়ী

বিয়ানীবাজার সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)-

২৩ অক্টোবর ২০২৩ ১০:১৩ এএম । আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ ১২:২৩ পিএম

যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠক বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক্ এর নির্বাচনে ফলাফল ঘোষণা করা হয়েছে। নিউইয়র্ক সিটির কুইন্সের ওজন পার্কেও ১০১ এভিনিউ ৮৮ স্ট্রিটে অবস্থিত মারকুইস হলে ভোট গ্রহণ শেষে রোববার রাত ৯টার দিকে ফলাফল ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সমর্থকদের মাঝে। এসময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা যায়। পরে পুলিশ সদস্যরা বিক্ষুব্ধদের সরিয়ে দেয়।

নির্বাচনে সভাপতি পদে আব্দুল মান্নান, সেক্রেটারি পদে রেজাউল আলম অপু এবং কোষাধ্যক্ষ পদে আব্দুল হান্নান দুখু নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি, সহসম্পাদক ও কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয় মান্নান-জুয়েল পরিষদ থেকে। অপরদিকে সাধারণ সম্পাদকসহ বাকী ১৬টি পদে বিজয়ী হয় মেসবাহ-অপু পরিষদ থেকে। 

নির্বাচনে ১৯টি পদের বিপরীতে দুই প্যানেলে ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। প্রায় ৮ হাজার ভোটারের মধ্যে ৩ হাজার ৯২৩জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রধান নির্বাচন কমিশনার মহিউদ্দিন ঘোষিত ১ হাজার ৯৩৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মান্নান। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মিসবাহ আহমদ পেয়েছেন ১হাজার ৯২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে রেজাউল আলম অপু ২ হাজার ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী জহির উদ্দিন জুয়েল পেয়েছেন ১হাজার ৭৪৭ ভোট। কোষাধ্যক্ষ পদে ১ হাজার ৯৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন আব্দুল হান্নান দুখু। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ আবু হামিদ পেয়েছেন ১হাজার ৮৪৪ ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশনার ও উপদেষ্টা পরিষদের সদস্য বক্তব্য রাখেন। এসময় মিসবাহ-অপু পরিষদেও প্রতিনিধি মোস্তফা কামাল ফলাফল বিবরণী প্রিন্ট করার সময় কোন প্যানেলের প্রতিনিধি না থাকায় আপত্তি তোলেন। 

জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন-নির্বাচনে ভোট গ্রহণ সমাপ্ত করার সময় উভয় প্যানেলের প্রতিনিধিদের মতামত নেয়া হয়। সবার সম্মতিতে ভোট গ্রহণ বন্ধ করা হয়। পরবর্তীতে ভোটিং নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা ফলাফল বিবরণী প্রিন্ট করে নেয়। এসময় তিনি নিজেও ছিলেন না। চুড়ান্ত ফালাফল প্রদানের সময় বিষয়গুলো নজরে রাখবেন। 

এসময় তিনি নির্বাচন পরিচালনায় ছোটখাটো ভুল ত্রুটির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। একইসাথে সদস্য, ভোটার, প্রার্থী, বর্তমান নির্বাহী কমিটি, উপদেষ্টা পরিষদসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে সভাপতি পদে আব্দুল মান্নানের নাম বিজয়ী হিসাবে ঘোষণার পর তাঁদের প্যানেলের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। হল থেকে বের হওয়ার পর সমর্থকরা তাকে মাথায় তুলে নিয়ে মিছিল করেন।

অপরদিকে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ‘নির্বাচন কমিশন ভোট চোর’ ও ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে শ্লোগান দিতে থাকে। পরবর্তীতে এনওয়াইপিডি’র সদস্যরা এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

এনিয়ে দৃষ্টি আকর্ষণ করলে নবনির্বাচিত সেক্রেটারি রেজাউল আলম অপুও ফলাফল মানতে রাজি হননি।

নির্বাচনে বিজয়ীদের মধ্যে মান্নান জুয়েল পরিষদ থেকে সহ-সম্পাদক পদে রাজু আহম্মেদ। এছাড়া মিসবাহ-অপু পরিষদের বিজয়ীরা হচ্ছেন সহ-সভাপতি পদে মুহিবুর রহমান রুহুল, সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল কবির রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ছিদ্দিক আহমদ, দপ্তর সম্পাদক পদে শামছুল আলম শিপলু, ক্রীড়া সম্পাদক পদে জামিল আহমদ জাফরুল, সমাজ কল্যাণ সম্পাদক পদে ফয়েজ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক পদে হাফছা ফেরদৌস হেলেন, কার্যকরী সদস্য মাহবুব উদ্দিন আলম, মোহাম্মদ আমিন উদ্দিন, ইকবাল হোসেন, রেজওয়ান আহমদ, মাসুদুর রহমান, শরিফ আহমদ ও ফরহাদ হোসাইন।


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.