× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

বায়তুন-নূরে হাফেজ ইমাম মুয়াজ্জিন স্বেচ্ছাসেবীদের সম্মাননা

রুদ্র মাসুদ-

০৮ এপ্রিল ২০২৪ ২২:৩৮ পিএম । আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ ২২:৪৭ পিএম

নিউইয়র্ক সিটির ওজনপার্কের বায়তুন নূর জামে মসজিদে কুরআনে হাফেজ, ইমাম, মুয়াজ্জিন ও স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান করা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে তারাবির নামাজে কুরআনে হাফেজদের সুললিত কন্ঠে কুরআন তেলওয়াত ও মুসুল্লীদের নিবিড় সেবা প্রদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে।

সোমবার এশার নামাজের পর মসজিদ ও মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনা’র ওজন পার্ক চ্যাপ্টারের সভাপতি রুহুল আম্বিয়া সুমন এবং সাবেক সভাপতি কমিউনিটি ব্যাক্তিত্ব আলমগীর হোসেন সবার হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

সম্মাননা প্রাপ্তরা হচ্ছেন তারাবির নামাজের কুরআনে হাফেজ আলী আকবর, মোহাম্মদ নাবিল, তাহসিন রহমান। কিয়ামুল্লাইল নামাজের কুরআনে হাফেজ মুসাব্বিহ্ তানভির ও তালহা চৌধুরী। মসজিদের ইমাম বেলাল হোসাইন ও মুয়াজ্জিন নাজির হোসাইন, এবং রমজান জুড়ে ইফতারসহ নানান সেবা প্রদানের জন্য স্বেচ্ছাসেবী আলম চৌধুরী, শামিম আহম্মেদ এবং ইমাম হোসেন।

সম্মাননা অনুষ্ঠান পর্বে মসিজদের সভাপতি সভাপতি রুহুল আম্বিয়া সুমন পুরো রমজান মাস জুড়ে সুললিত কন্ঠে কুরআন তেলওয়াতর জন্য কুরআনে হাফেজদেরকে ধন্যবাদ জানান এবং আল্লাহ সুবহানাহুতায়ালার দরবারে শুকরিয়া আদায় করেন। মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং স্বেচ্ছাসেবীদের নিরলস সেবা প্রদানের জন্য ধন্যবাদ জানান। 

তিনি মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে মসজিদ পরিচালনায় আর্থিক সহায়তা প্রদান, ইফতারসহ বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে ঘাটতিগুলোকে সহজভাবে মেনে নেয়াসহ বিভিন্নভাবে সহযোগীতার জন্য মুসুল্লীদের জন্য ধন্যবাদ জানান। একইসাথে যে কোন ভুল এবং ঘাটতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানান সবার প্রতি। আগামি সময়েও একইভাবে সহযোগীতা প্রত্যাশা করেন।

সাবেক সভাপতি আলমগীর হোসেনও কুরআনে হফেজ, ইমাম, মুয়াজ্জিন, স্বেচ্ছাসেবী এবং মুসুল্লীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কুরআনে হাফেজদের পক্ষ থেকে হাফেজ আলী আকবর বলেন, মসজিদ পরিচালনা কমিটি এবং মুসুল্লীরা হাফেজদের যে সম্মান দেখিয়েছেন এটি পবিত্র কুরআনের কারণে। তিনি সবার কাছে দোয়া চান, যেনো হাফেজরা কুরআন চর্চা অব্যাহত রাখতে পারেন। একইসাথে ধন্যবাদ জানান মসজিদ কমিটি ও মুসুল্লীদের ভালোবাসার জন্য।



Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.