× হোম দেশির খবর অনুষ্ঠান-কর্মসূচী-উদযাপন দেশের খবর দশদিক দুনিয়া দশকথা ভিডিও সব ছবি ভিডিও আর্কাইভ

কুইন্স লাইব্রেরিতে শামীম আল আমীনের মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শন ও বই নিয়ে আলোচনা শনিবার

বিশেষ প্রতিনিধি-

০৮ মার্চ ২০২৪ ০৯:০১ এএম । আপডেট: ২৫ মার্চ ২০২৪ ০০:১৪ এএম

উত্তাল মার্চ বাঙালীর স্বাধীনতার সূতিকাগার। সেই স্বাধীনতা-মুক্তিযুদ্ধকে নির্মোহভাবে ধারণ করে আগামি প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধকে জীবন্ত করে রাখতে নিভৃতে কাজ করা একজন নির্মাতা-সাংবাদিক শামীম আল আমিন। তাঁর নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্রগুলো এবং রচিত বই সেই স্বাক্ষ্য বহন করে। যা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশীদের মাছে আগ্রহ তৈরী করেছে মুক্তিযুদ্ধ নিয়ে।

স্বাধীনতার এই মাসে নিউয়র্ক সিটির কুইন্স লাইব্রেরিতে প্রদর্শিত হবে শামীম আল আমিনের নির্মিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র “মুক্তিযুদ্ধে আমেরিকার বন্ধুরা” এবং রচিত দুই বই “সেপ্টেম্বর অন যশোর রোড” ও “দ্যা কনসার্ট ফর বাংলাদেশ” নিয়ে গ্রন্থ আলোচনা অনুষ্ঠিত হবে।

আগামি ৯ মার্চ শনিবার দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই প্রদর্শনী ও গ্রন্থ আলোচনা অনুষ্ঠিত হবে কুইন্স লাইব্রেরি মিলনায়তনে। কুইন্স পাবলিক লাইব্রেরি ‘নিউ আমেরিকান প্রোগ্রাম এর আওতায় এই প্রদর্শনীর আয়োজন করেছে। সহ-আয়োজক থাকছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নোলক’। মিডিয়া পার্টনার টিবিএন টুয়েন্টিফোর এবং সাপ্তাহিক বাঙালী।

৭১’এ শরণার্থী শিবির প্রত্যক্ষ করে লিখা অ্যালেন গিন্সবার্গের ঐতিহাসিক কবিতা “সেপ্টেম্বর অন যশোর রোড” অবলম্বনে এবং একাত্তরে মুক্তিযুদ্ধের স্বপক্ষে জনমত গঠন ও তহবিল গঠনের লক্ষে ম্যানহাটনের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত “দ্যা কনসার্ট ফর বাংলাদেশ” নিয়ে গবেষণধর্মী এই বই দুটিতে মুক্তিযুদ্ধের দুটি অধ্যায়কে তুলে আনেন লেখক।

সাংবাদিক-তথ্যচিত্র নির্মাতা শামীম আল আমীন সবাইক আমন্ত্রন জানিয়েছেন প্রদর্শনী ও আলোচনায় উপভোগ করার জন্য। তিনি অনুষ্ঠান শুরুর আধঘন্টা পূর্বে দুপুর দেড়টায় কুইন্স লাইব্রোরি মিলনায়তনে পৌঁছাতে অনুরোধ জানান। 


Deshi Khobor

সম্পাদক : মাহমুদুল হাসান (রুদ্র মাসুদ)

ঠিকানাঃ ৮৬-৩২ ১০২ এভিনিউ, ওজন পার্ক, দ্বিতীয় তলা, নিউ ইয়র্ক, এনওয়াই-১১৪১৬, ইউএসএ

© 2024 Deshi Khobor All Rights Reserved. Developed By Root Soft Bangladesh.